একটু ফিরে দ্যাখো একখান কথা রাখো
ভালোবেসে একবার আমায় বউ বলে ডাকো ।।


কতো দূর যায় পাখি উড়ে
আবার তো ফিরে আসে নীড়ে
আমি তেমনি এক বিরহী পাখি
তোমার ছায়া নীড়ে তুলে নাও গো
সোহাগে আদরে জীবনে আমারে ভরে দাও গো ।
একটু ফিরে দ্যাখো...... ।।


কতো পথ পার হয়ে এসে
সাগরের বুকে নদী মেশে
আমি তেমনি এক পিয়াসী নদী
তোমার সাগর বুকে তুলে নাও গো
জীবনে মরণে তোমারই চরণে ঠাঁই দাও গো ।
একটু ফিরে দ্যাখো...... ।।