আমি সাজাবো নতুন সাজে রে
তাই মন খুশিতে নাচে রে ।
আমি সাজাবো নতুন সাজে
তাই মন খুশিতে নাচে
এতো দিনে তুমি আমার হবে রে ।।
বাঁধবো এমন প্রেমেরও ডোরে
সে বাঁধন ছিঁড়ে যাবে কি করে
তোমায় আপন করে পেতে
সেই বাসর ঘরে যেতে
তবু কেন এতো যে ভয় লাগে রে ।।
ও মনে পড়ে তুমি আমি দু'জনা
স্বপ্ন দেখে দিন গেছে কত না
সেই স্বপ্ন সফল করো
এসে আমার দু'হাত ধরো
সোহাগ করে বুকেতে তুলে নাও গো ।।