আমি জানি জানি রে
কেন উতলা যে মন
কার পথ চেয়ে আকুল দু'নয়ন ।।


উড়ে এলে অলি কাঁপে যে ফুলও দল
অনুরাগে রাঙে শরমে বনও তল
তারই মতো হিয়া যে কতো
কাঁপে রানী জানি কি কারণ ।।


বাসনার কলি যখনই খোলে দ্বার
জানে তা সকলে হবে যে অভিসার
ভালোবাসা ভীরু সে ভাষা
প্রাণে আনে অরূপ রতন ।।