মোহাম্মদ মনিরুজ্জামান

Mohammad Moniruzzaman

মোহাম্মদ মনিরুজ্জামান
জন্ম ১৫ অগাস্ট ১৯৩৬
জন্মস্থান যশোর, বাংলাদেশ
মৃত্যু ৩ সেপ্টেম্বর ২০০৮
সমাধি খড়কী, যশোর, বাংলাদেশ

মোহাম্মদ মনিরুজ্জামান ১৯৩৬ সালের ১৫ আগস্ট বাংলাদেশের যশোর জিলায় জন্মগ্রহণ করেন। তিনি একইসাথে একজন শিক্ষাবিদ, কবি, গীতিকবি ও গবেষক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স (১৯৫৮) ও এমএ (১৯৫৯) সম্পন্ন করে তিনি একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতায় নিয়োজিত হন। পরবর্তীকালে "আধুনিক বাংলা কাব্যে হিন্দু-মুসলিম সম্পর্ক" বিষয়ক গবেষণায় তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পঞ্চাশের দশকের কাব্য-সাহিত্যের একজন অন্যতম প্রধান কবি হিসেবে তাকে বিবেচনা করা হয়। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নিয়ে কাজী নজরুল ইসলাম হয়ে আধুনিক বাংলা গানের ধারাবাহিকতায় ও রূপান্তরে তাঁর স্বকীয় অবদান রয়েছে। তিনি অসংখ্য জনপ্রিয় গান রচনা করেছেন। বলা যায় গীতিকবি হিসাবেই তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অনন্য হয়ে থাকবেন। পাশাপাশি সম্পাদনা, অনুবাদ ও বাংলা সাহিত্যের গবেষণায়ও তাঁর ভূমিকা অনস্বীকার্য। মোহাম্মদ মনিরুজ্জামানের প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধ শতাধিক। এর মাঝে গানের সংকলন হিসাবে অনির্বাণ (১৯৬৭) ও নির্বাচিত গান (১৯৮৪) অন্যতম। কাব্যগ্রন্থের মাঝে উল্লেখযোগ্য হচ্ছে দুর্লভ দিন, ধীর প্রবাহ, শঙ্কিত আলোকে, প্রতনু প্রত্যাশা, ভাষাময় প্রজাপতি, বিপন্ন বিষাদ, ভালবাসার হাত, কোলাহলের পর, মোহাম্মদ মনিরুজ্জামান কাব্যসংগ্রহ ইত্যাদি। তাঁর বাংলা সাহিত্যের গবেষণামূলক বইয়ের মাঝে বাংলা কবিতার ছন্দ, আধুনিক বাংলা সাহিত্য, আধুনিক বাংলা কাব্যে হিন্দু মুসলমান সম্পর্ক, বাংলা সাহিত্যে উচ্চতর গবেষণা, ইত্যাদি উল্লেখযোগ্য। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমী পুরস্কার ও ১৯৮৭ সালে একুশে পদক লাভ করেন। এছাড়াও ১৯৬৯ সালে লন্ডনের 'ইন্টারন্যাশনাল হু'জ হু ইন পোয়েট্রি' তাকে 'সার্টিফিকেট অব মেরিট ফর ডিস্টিংগুইশড কন্ট্রিবিউশন টু পোয়েট্রি" প্রদান করে। ২০০৮ সালের ২ সেপ্টেম্বর এই মহান সাহিত্যিক ও গীতিকার ইহলোক ত্যাগ করেন।


Lyrics RSS

এখানে মোহাম্মদ মনিরুজ্জামান-এর ১৬টি গানের কবিতা পাবেন।

   
শিরোনাম মন্তব্য
আমার দেশের মাটির গন্ধে
প্রতিদিন তোমায় দেখি
তুমি কি দেখেছো কভু
অশ্রু দিয়ে লেখা এ গান
স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন
ঐ দূর দূর দূরান্তে
গান হয়ে এলে
ঢাকো যতনা নয়ন দুহাতে
তুমি নেই কাছে বল কার সাথে
প্রেমের নাম বাসনা সে কথা বুঝিনি আগে
একটুস খানি দেখ
এ আকাশকে সাক্ষী রেখে এ বাতাসকে সাক্ষী রেখে
তোমাদের সুখের এই নীড়ে
চলে যায় যদি কেউ
তোমার আলোর বৃন্তে
কত নিঝুম রাতের মধু স্বপ্নে গেথে

This is the profile page of Mohammad Moniruzzaman. You'll find a list of Bangla song lyrics of Mohammad Moniruzzaman on this page.