ভোট এসেছে ভোট
ভোটের লড়াই জিততে সবাই
বাঁধলো একেক জোট।
ভোট এসেছে ভোট
ভোটের লড়াই জিততে সবাই
বাঁধলো একেক জোট।


সবাই যেতে চায়
রাষ্ট্রক্ষমতায়
এই লোভেতে সন্ধি করে
শিয়াল আর কুক্কুট।
ভোট এসেছে ভোট
ভোটের লড়াই জিততে সবাই
বাঁধলো একেক জোট।


কেউবা দেশের মন্ত্রী হবে
কেউবা হবে এমপি
হিরো নিরু বলে হেসে
আমি আবার কম কী?


জনগণের দ্বারে দ্বারে
ভিক্ষা করে ভোট
কারো লক্ষ্য দেশের সেবা
কারো লক্ষ্য লুট।
ভোট এসেছে ভোট
ভোটের লড়াই জিততে সবাই
বাঁধলো একেক জোট।
৩০-১২-২০১৮