ওগো বন্ধু জানো নাকি তুমি
ভালোবাসা কারে যে কয়
ভালোবাসা অগ্নি চিতা
একবার চিতায় পড়লে
মরে বাঁচতে হয়।
চিতায় চড়ে ভালোবাসা যে করে
বেঁচে থেকে বারেবারে মরে
সে তো আসল প্রেমিক
মৃত্যু ভয়ে যার কাঁপে না হৃদয়।
হৃদয় মাঝে তোমায় দিলাম যে ঠাঁই
তুমি ছাড়া এ জীবনে আর কেহ নাই।
প্রণয় সাথী তোমাকে যে চাই
চিতার দাহে জ্বলুক হৃদয়
তোমায়) ভালোবেসে মরে বাঁচবো
তাই করি না আজ মরনে ভয়।
১৯-৯-২০১৭