জিন্স পরা কন্যা তুমি
বয়কাট রাঙা চুল
ওড়নাবিহীন গেঞ্জিতে ফুটে
তাজা গোলাপ ফুল।
বাহারী চুল ঝিকিমিকি রঙ
কাজল চোখের দৃষ্টিতে যাদু
বাংলিশ ভাষায় খই ফুটে মুখে
বুকে জমা জুঁই ফুলের মধু।
মধুলোভে তুমি ডেকে আনো
কত টুনটুনি শালিক বুলবুল।
আড়চোখে) সিগারেটের ধূয়া ফুকে
সাজো অতি আধুনিক
শোনো কি তুমি লোকে কয়
বেশরম কন্যা ধিক তোমায় ধিক!
তোমার পাশেই দোখো তোমার
বোন হিজাবে কী মনোহর
মার্জিত ড্রেস শোভন আচরণ
প্রশংসা পায়, পায় দোয়া নিরন্তর।
তাকে দেখেও ভাঙে না কেনো
তোমার অতি আধুনিকতার ভুল।
২১-১-২০১৮
[গতকাল সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভেনিউতে বয়ফ্রেন্ডের সাথে এক বাঙালি কন্যাকে জনসমক্ষে সিগারেট টানতে দেখে মনের প্রতিক্রিয়ার কাব্যরূপ]