আকাশ যখন ঢেকে যায় শীতের কুয়াশায়
দৃষ্টি যখন ঝাপসা হয়ে আসে বেদনার অশ্রুতে
জানি না ঠিক তখনও কেন তোমার কথা
মনে পড়ে যায়।
তোমার ঐ ভ্রমর কালো দুটি চোখ ভেসে ওঠে
মনের জানালায়।


দিনের আলো নিভে যখন চারপাশ আঁধারে ছেয়ে যায়
মৃত জোছনা পড়ে থাকে ঝোপের ছায়ায়
জানি না ঠিক তখনও কেন তোমার কথা
মনে পড়ে যায়।
তোমার ঐ লাজুক হাসিতে রাঙা চাঁদমুখ উঁকি দেয়
মনের জানালায়।


যখন শ্রাবণের বৃষ্টিতে উদাস দৃষ্টি চলে যায় দূর সীমানায়
বানের জলে মিশে স্বপ্নেরা সুদূরে মিলায়
জানি না ঠিক তখনও কেন তোমার কথা
মনে পড়ে যায়।
তোমার ঐ মেঘকালো চুল পুষ্পের সৌরভ ছড়ায়
হৃদয়ের আঙিনায়।
১৬-১-২০১৮