[গতকাল ২২-১-২০১৮ তারিখ জাতীয় সংসদের উদ্যোগে অনুষ্টিত সরস্বতী পূজায় অংশগ্রহণ করে সুন্দর প্রতিমা দেখে সেখানে বসে লিখা গান “সরস্বতী বন্দনা” হিন্দু ধর্মালম্বী প্রিয় সহকর্মীদের উৎসর্গ করলাম।]


এসো হে) বিদ্যার দেবী সরস্বতী
লও প্রণাম,) পরো কণ্ঠে শিশির গাঁথা অর্ঘ
দিবাকরের আভায় ঝলমলে মণি হার।
জ্ঞানের আলো দাও জ্বেলে হৃদয়ে
খুলে দাও) অন্ধকার বন্ধ হৃদয় দ্বার।


তোমার বীণার মোহনীয় ঝংকারে
শীতের জীর্ণতা ঝরে যাক চিরতরে
শোনাও মুমূর্ষুরে নব বসন্তের গান
হাসি ফুটাও পীড়িতের মলিন মুখে
দূর করে দাও সকলের যাতনার ভার।
জ্ঞানের আলো ...


পুষ্প ঝরায় যে কথার সুরেলা তান
এসো তোমার বীণায় বাঁধি সে কথার গান।


তোমার বন্দনায় গীত হোক সুরে সুরে
হৃদয়ের সব বিষাদ যাক সরে দূরে
তোমার স্নেহের পরশে ঝংকৃত হোক
ধূলি ধূসরিত হৃদয় বীণার তার
অমৃত রসে ভরে দাও হৃদয় সবাকার।
জ্ঞানের আলো ...
২৩-০১-২০১৮