[আজ আমার ছেলে আরাফাত জামান তমালের ১৯তম জন্মদিবস। সবার কাছে তার সুস্বাস্থ্য ও সাফল্যের জন্য দোয়া চাই। ছেলেকে উৎসর্গ করা কাকতালীয়ভাবে এটি আমার লেখা শততম গীতি কবিতা।]
শুভ জন্মদিন তমাল শুভ জন্মদিন
বাধার পথে আঁধার কেটে
জীবন তোমার হোক রঙিন।
শুভ জন্মদিন বাবা শুভ জন্মদিন
প্রীতির গোলাপ নাইবা দিলাম হাতে
নাইবা কাটা হলো কেক
হিমেল সন্ধ্যা রাতে
দোয়া করি বেঁচে থাকো
লক্ষ বরষ দিন।
শুভ জন্মদিন বাবা শুভ জন্মদিন।
কণ্ঠে তোমার ধারণ করো
জয়ো বাংলার গান
যেথায় থাকো রেখো ধরে
বাংলা মায়ের মান।
জীবন তোমার বিলিয়ে দিও
দেশকে ভালোবেসে
অপ্রাপ্তির দুখ উড়িয়ে দিও
বিমল হেসে হেসে
জীবন দিয়ে করিও শোধ
দেশমাতৃকার ঋণ।
শুভ জন্মদিন তমাল শুভ জন্মদিন।
৪-২-২০১৯