[কবি আসলাম সানির ষাটতম জন্মাদিনে]
শুভ জন্মদিন কবি, শুভ জন্মদিন
বাধার পথে আঁধার কেটে
জীবন তোমার হোক রঙিন
শুভ জন্মদিন, কবি শুভ জন্মদিন।
প্রীতির গোলাপ নাইবা দিলাম হাতে
নাইবা গাইলাম তোমারি গান হিমেল সন্ধ্যারাতে
চিত্তে তুমি থাকবে জেগে নিত্য অমলিন।
শুভ জন্মদিন, কবি শুভ জন্মদিন।
সারা জীবন গাইলে তুমি জয়ো বাংলার গান
কী করে যাই ভুলে তোমার এমন মহান দান!
জীবন তোমার বিলিয়ে দিলে দেশকে ভালোবেসে
অপ্রাপ্তির দুখ উড়িয়ে দিলে বিমল হেসে হেসে
কিছুতেই যে শোধ হবে না তোমার দানের ঋণ।
শুভ জন্মদিন কবি, শুভ জন্মদিন।
৫ জানুয়ারি ২০১৯, পাবলিক লাইব্রেরি, ঢাকা।