চলে গেছো/ বেশ করেছো
জানতে চেয়ো না/ কেমন আছি
মরার আর/থাকা না থাকা
যেদিন গেছো/সেদিনই তো ম/রে গেছি।


যে ভালোবাসা/ ছিলো আমার/ প্রাণ
সে ভালোবাসা/যখন নেই/কাছে
তখন থেকে/প্রাণহীন আমি
প্রাণ ছাড়া কি/বলো কেহ বাঁ/চে
মৃতের কাছে/লাভ কি শুধা/য়ে
তুমি ছাড়া/ আজ কেমন/আছি।
মরার আর...


নদীতে যদি/ না আসেগো জো/য়ার
কদিন বাঁচে/ বলো সে নদী/আর।


বুঝিনি) জীবনের কী/যে দাম
নিজের) জীবন থেকে/ তোমাকে বেশি
ভালোবেসে যে/ মরার আগে/মরিলাম
নিজের ভুলে/মরেছি নিজে
কেমন করে/এখন বলবো/যে
সুখে আছি/নাকি দুখে আ/ছি।
মরার আর...


১৩-১০-২০১৭