ছবি, এ তো শুধু ছবি নয়
স্মৃতির এলবামে সজতনে জমা রয়
মমতা জড়ানো জীবনের এক মধুময় গল্প।।


মায়ের মমতা মাখা
ভালোবাসার বাহুডোরে বেঁধে রাখা
এমন মধুর ছবি তো সমাজে দেখা যায় খুব অল্প।।


প্রাণহীন এ ছবি যদিও ফ্রেমেতে বাঁধানো রয়
এ ছবিই মাঝে মাঝে গোপনে কথা কয়।


স্মৃতিময়. প্রীতিময় এ ছবি
দেখেছে যে শিল্পী বা কবি
তার চোখে আঁকা হবে আলোকিত আগামীর এক রূপকল্প।।


৫-১০-২০১৭