প্রেমের বৃষ্টিতে ভিজে দৃষ্টি থেমে গেল কবিতার পাতায়
তোমাকে ভেবে লিখেছি কবিতা এ হৃদয়ের শুন্য খাতায়।
আমার বাগানে আছে যত না ফুল
তোমাকে দিতে এ মন হলো ব্যাকুল
ফুলে ফুলে তাই আজ গেঁথেছি মালা
ভালোবাসার বিনিসূতায়।
প্রেমের বৃষ্টিতে ভিজে...
শীতের শেষে আসে রংয়ের ফাগুন
বিরহী মনে লাগে প্রেমের আগুন
তোমার প্রেমেতে মনে আনন্দ দোলে
সঁপেছি এ হৃদয় তোমায় সব ব্যথা ভুলে
আমার স্বপ্ন এঁকে তোমার চোখের তারায়
ভেসেছি ওগো তোমার প্রেম যমুনায়।
প্রেমের বৃষ্টিতে ভিজে...
২-৯-২০১৭