পথের শেষে নাইরে কিছু আর
নাইরে আপন পর
চলার যেথা শেষ যেখানে দেখবি শুধু
একটি মাটির গোর
ও মন সেটাই আবাস তোর।
চলার পথে ফেলিসরে মন হিসাব করে পা
অহংকার আর দর্প যত সকল ভুলে যা
দিনের শেষে রাত্রি আসে
জানিস না তুই দেখবি কিনা
আবার আলোর ভোর।
চলার যেথা শেষ যেখানে দেখবি শুধু
একটি মাটির গোর
ও মন সেটাই আবাস তোর।
বয়স যে তোর বাড়ছে নারে কমছে দিনে দিনে
জীবন যে তোর যাচ্ছে ডুবে বেহিসেবি ঋণে।
চলার পথে যা মিটিয়ে সকল লেনাদেনা
বাড়ি গাড়ি কিছু ই যে তোর সংগে যাবে না
ভুলে যা তোর ক্ষণকালের রঙিন ঠিকানা
চিরস্থায়ী ঠিকানা যে একটি মাটির গোর।
চলার যেথা শেষ যেখানে দেখবি শুধু
একটি মাটির গোর
ও মন সেটাই আবাস তোর।
ও মন সেটাই আবাস তোর।
১৩-১-২০১৯