ওরে ও নিঠুর বন্ধুরে, কেমনে গেলি ভুলিয়া
প্রেম শিখাইয়া অভাগারে গেলিরে ছাড়িয়া।


তোর প্রেমেতে হইয়া পাগল
ভাংলাম আমি ঘরের আগল
তোর বুকেতে বাঁধিলাম ঘর লাজের মাথা খাইয়া।।
প্রেম শিখাইয়া ...


লাইলি প্রেমে মজনু পাগল, মজনু প্রেমে লাইলি
তোর প্রেমেতে পাগল করে আমার মাথা খাইলি।


মনে বড় ছিলো আশা
পাইবোরে তোর ভালোবাসা
আমার) জীবন যৌবন সব হারাইলাম তোর পিছে ঘুরিয়া।।
প্রেম শিখাইয়া ...


৪-৯-২০১৭