শূন্য হাতে এলি রে মন শূন্য হাতেই যাবি
তবে কেন সংসারের সব ‘আমার’ করিস দাবী?
ভোগ-বিলাসের পরেও কেন নাই রে কৃতজ্ঞতা
ও মন, নাই রে কৃতজ্ঞতা!


দেখ খুলে তোর হিসাব খাতা কী পেলি না পেলি
যতখানি পেয়েছিস তার মূল্য কত দিলি
পাসনি যেটুক সেটুক যে তোর নিজেরই ব্যর্থতা।
ভোগ-বিলাসের পরেও কেন নাই রে কৃতজ্ঞতা
ও মন, নাই রে কৃতজ্ঞতা!


ভবের মায়ায় ডুবে রে তুই দিনের পরে দিনে
জীবন যে তোর পূর্ণ হলো বেহিসাবী ঋণে।


বাড়াসনে ঋণ ফুরাবে দিন রঙ্গ-রসের খেলা
বন্ধ হবে সকল হিসাব অকাল সন্ধ্যাবেলা
দেখ চেয়ে তুই নয়ন মেলে নিঃস্বজনের ব্যথা।
ভোগ-বিলাসের পরেও কেন নাই রে কৃতজ্ঞতা
ও মন, নাই রে কৃতজ্ঞতা!
৪-১-২০১৯