নদীর) ওই পাড়ে তুমি/ আর এই পাড়ে/ আমি
কাশ বনে করি/ খেলা
দুজনার চোখে/ চোখ রেখে/ কেটে যায় বেলা।।


তুমি) ডুব দাও জলে
লজ্জা ঢাকো ঐ/ ভিজা আঁচলে
ওগো) নীল নয়না,/ সিক্ত বসনা
তোমার ওই) মোহিনী রূপ/ দেখে বাড়ে মনে/ জ্বালা।।


নূপুরের) ধ্বনি তুলে/ মেঠোপথ বাঁকে
ঘরে ফিরে যাও/ তুমি কলসি কাঁ/খে।


দেখি কোমড়ের/ দোলা
আমি হয়ে উত/লা
কামনার জলে,/ মন ভেসে চলে
শিউলি ঝরা) শারদ দিনের/ রোদেলা দুপুর/ বেলা।।


৪-১০-২০১৭