যারা এখন প্রেম ভিখারি
প্রেম বাজারে করছে ফেরি
তাদের প্রেম তো চায়না প্রোডাক্ট
কাঁচের তৈরি খেলনা
কখন যে তা ভেঙ্গে যাবে
তার) গ্যারান্টি কেউ দেয় না।


গুনতে পারলে টাকা কড়ি
প্রেম পাওয়া যায় ভুরি ভুরি
প্রেমের বাজার সস্তা এখন
কিনতে যে কেউ চায় না
ভুল করে কেউ কিনে যদি
দেখে শেষে নিছক প্রতারণা।


শিরি-ফরহাদ মরে গেলেও অমর তাদের প্রেম
মমতাজের প্রেমে কাঁদে সোনালী হেরেম।


নকল প্রেমে বাজার সয়লাব
আসল প্রেমের বড় অভাব
টাকার মূল্য দেয় যে সবাই
মনের মূল্য দেয় না
মন দিয়ে তাই কিনে কি কেউ
ক্ষণিক সুখের ময়না।


১৭-১১-২০১৭