মাঝে মাঝে মরে যাবার সাধ হয়
মাঝে মাঝে বাড়ে বাঁচার আকুতি
অভিমানী মনে ভাবি বসে নিরালায়
একবার)মরে গিয়ে দেখি, কার কি আসে যায়।।


আমি ভালো করে জানি মরে গেলে
কারো চোখে ঝরবে না পানি
যদিও বা ঝরে দু’দিনের তরে
লোক দেখানো মিছে মায়ায়।।
একবার) মরে গিয়ে দেখি, কার কি আসে যায়...


স্বার্থপরের পৃথিবীতে ভালোবাসার নেই দাম
কেউতো নয় কারো আপন
মিছে) ভালোবাসিলাম
এখানে স্বার্থের টানে প্রাণের আকুতি
বারে বারে সুদূরে হারায়।।
একবার) মরে গিয়ে দেখি, কার কি আসে যায়...
১১-৯-২০১৭