মন খারাপের দিনগুলি যদি তোমার একলা লাগে
ভালোবেসে কাছে আসার ইচ্ছে জাগে
তবে তুমি বাড়িয়ে দিও হাত
তোমার হাতের পরশ নেবো আমি দিবস রাত।


হাসবে তুমি প্রাণটা খুলে দুঃখ ব্যথা কষ্ট ভুলে
ঊড়বে হাওয়ায় পেখম মেলে
মুখটা তোমার বাড়িয়ে দিও কাটবে আঁধার রাত।
তোমার ঠোঁটের স্পর্শ নেবো আমি দিবস রাত।


কেউ না বুঝুক তোমার ব্যথা কেউ না মুছোক চোখের পানি
হৃদয় দিয়ে বাসবো ভালো আমিও ভালোবাসতে জানি।


হাত বাড়িয়ে না ছুঁও যদি মন বাড়িয়ে ছুঁইয়ো
যখন তোমার একলা লাগবে আমায় খবর দিও
ভালোবেসে বাড়িয়ে দিও ভালোবাসার হাত
হৃদয় দিয়ে ছুঁবো হৃদয় আমি দিবস রাত।
৩১-৮-২০১৭