বন্ধু,) আইলি না তুই/ ঘরে
রইলি দূরে/ দূরে
তোর লাগিয়া/ এই মন আমার
কেমন কেমন/ করে।
বুঝিনি তো/ আগে
প্রেমের অনু/রাগে
ভালোবাসলে/ সবাই এমন
মরার আগেই/ মরে।
তোর লাগিয়া...
উদাস হইয়া/ বন্ধু আমি
তোর কথাই যে/ ভাবি
ভ্রমর হইয়া/ আসবিরে তুই
ফুলের মধু/ খাবি।
বন্ধুরে তুই/ আইলি না
ফুলের মধু/ খাইলি না
তোর বিহনে/ মন বাগানে
ফুলকলিরা/ শুকিয়ে যায়/ ঝরে।
তোর লাগিয়া...
২৪-১০-২০১৭