মোল্লা বাড়ির বউ গো তুমি
মোল্লা বাড়ির বউ
তোমার অঙ্গে জল তরঙ্গ
ডালিম ফুলের মৌ।


তুমি দেখো গো আসিয়া
হাসিয়া হাসিয়া
আমার মনে দোল দিয়ে যায়
তোমার প্রেমের ঢেউ।


ছন্দ তালে অঙ্গ দুলে
যেন রসের হাড়ি
তোমার রূপে ঝিকিমিকি
গাঁয়ের মোল্লা বাড়ি।


তোমার প্রেমে উদাস আমি
ওগো সোনা বউ
তোমার মতো এমন আপন
নেই যে আমার কেউ।
৪-১-২০১৮