মা গো তুমি অমন করে চলে যেও না
মা গো আমায় অকুলে ভাসিয়ে দিও না
তুমি ঠাঁই দাও তোমার মায়াময় বুকে
শান্তির ঘুম দাও এ পোড়া চোখে
এ হৃদয়ে বিষাদের ঢেউ তুলে দিও না।
            
মা গো তোমার চরণে দেবো সদা পূজা
মা গো লাঘব করে দাও জীবনের বোঝা
যদি না বাড়াও তোমার দয়ার হাত
কাটবে না আমার দুঃখের রাত
এ জীবন তুমি আঁধারে ঢেকে দিও না।


মা গো তুমি হারায়ো না তারাদের ভীড়ে
মা গো তুমি থাকো আমার এ কুটিরে
যেদিন চলে যাবে জীবনের ওপারে
আমাকেও নিও সাথে করে
নিষ্ঠুর ধরাতে আমায় একা ফেলে যেও না।
                ১৫-২-২০১৮