কেউবা বলে পাগলা করিম
কেউবা বলে পীর
আমি বলি বাউল সম্রাট
গানের বাংলাদেশটির।


কতজনে দীক্ষা দিলা
বাউলা গানে প্রাণ ভরিলা
ভক্তি ভরি স্মরণ করি
শাহ আব্দুল) করিম নামটির।


মানব গাড়ি চইড়া করিম বন্ধের বাড়ি যায়
গুরুহারা ভক্তেরা সব দুঃখের সারি গায়।


ক্যামনে সইব তোমার প্রয়াণ
কে শোনাইব সম্প্রীতির গান
দোতারাতে মাতাল করবে
পাতার এই কুটির।


১২-১১-২০১৭



[বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একটি গান “চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি..” সত্যি তিনি মানব গাড়ি চড়ে বন্ধুর বাড়ি( প্রভুর সান্নিধ্যে) চলে গেছেন। রেখে গেছেন তাঁর অমর সৃষ্টি অসংখ্য গান ও গুণগ্রাহী ভক্ত। এই মরমী কবির মহা প্রয়াণে নিবেদিত শ্রদ্ধার্ঘ]