কোথায় হারালে তুমি স্বপ্ন ঢেলে চোখে
ব্যথারা যে ভাঙে ঢেউ বিরহী এ বুকে।
চাও কি গো মরি আমি
যাতনার আগুনে ধুকে ধুকে? (আস্থায়ী)
কোথায় হারালে তুমি স্বপ্ন ঢেলে চোখে
ব্যথারা যে ভাঙে ঢেউ বিরহী এ বুকে।


তবে কেন আছো তুমি যোজন যোজন দূরে
হাত বাড়ালেই পাই না কেন আমার অন্তপুরে
আমা হতে দূরে সরে পাও যদি সুখ
তবে তুমি থাকো ডুবে সে সুখে। (অন্তরা)
কোথায় হারালে তুমি স্বপ্ন ঢেলে চোখে
ব্যথারা যে ভাঙে ঢেউ বিরহী এ বুকে।


নীলাকাশে ভাসে যদি উদাসী এ মন
পাবে না তো সেথা খুঁজে প্রেমিক সুজন। (সঞ্চারী)


হৃদাকাশে করে দেখো অনুরাগ অন্বেষণ
পাবে তুমি প্রেম ভরা শোভিত কানন
দেখোনি তো কাছে এসে একবার
ভালোবেসে সে সুরভি ফুল শুঁকে! (আভোগ)
কোথায় হারালে তুমি স্বপ্ন ঢেলে চোখে
ব্যথারা যে ভাঙে ঢেউ বিরহী এ বুকে।


১৪-৩-২০১৯