তুমি হৃদয়ে আগুন ঢেলেই যাবে
আমি জ্বলেই যাবো
আমিও তো মানুষ
কিভাবে সে দহন সয়ে যাবো?


যদি চাপাও যাতনার ভার
অকারণে বারে বার
আমিও তো মানুষ
কিভাবে সে ভার বয়ে যাবো?


দিলে গো যদি ভালোবাসার অধিকার
কেন আবার কেড়ে নিলে সে অধিকার
এখন আমি কী নিয়ে বেঁচে থাকবো?


আমি মাটি তো নই, নই মৃত পাথর
আঘাতে আঘাতে ক্ষয়ে যাবো
নদী তো নই, সব ব্যথা
বুকে নিয়ে বয়ে যাবো।
৪-৮-২০১৮
মাত্রাবৃত্ত