ফুল ফুটেছে মন বাগানে
মধুপেরা কয় যে কথা ফুলের কানে কানে
আকুল রাধা আমি বন্ধু
খুঁজি তোমায় শ্যামের কুঞ্জ বনে।


ফাগুন হাওয়া আগুন জ্বেলে
অঙ্গেতে দেয় জ্বালা ঢেলে
এই জ্বালাতো সহে না আর প্রাণে
কেমন করে হবে দেখা সোনা বন্ধুর সনে।


ব্যকুল হৃদয় যদি নাহি বন্ধু কাছে পায়
দুই চোখেতে শ্রাবণ ঝরে প্রাণ করে হায় হায়।


কোকিলেরো গানে গানে
বন্ধুর কণ্ঠ বাজে প্রাণে
যায় ছুঁয়ে যায় সে যে আমায়
ফুলের পরাগ দেয় মাখিয়ে উদাসী এই মনে।


৫-১১-২০১৭