হাজার কষ্টেও গাই যে আমি ভালোবাসার গান
কেউ দেখে না কেঁদে মরে আমার কোমল প্রাণ
কেউ দেখে না ভিতর আমার বাহির শুধু দেখে।
দেখে না কেউ ভিতর আমার বাহির শুধু দেখে।


হৃদয় আমার ভেঙে গেছে নিঠুর আঘাতে
বুকের ভিতর শোকের আগুন জ্বলে দিনে রাতে
কেউ দেখে না হৃদয় আমার হৃদয়ে হাত রেখে।
দেখে না কেউ ভিতর আমার বাহির শুধু দেখে।


ভালোবেসে যদি আমার হয়ে থাকে ভুল
ভালোবেসেই চিতায় বসে ফুটিয়ে যাই ফুল।


ভাঙা-গড়ার খেলা তুমি খেলছো অবিরত
বুকের ভিতর করছো তুমি গভীর সজিব ক্ষত
দোষ দেব না কেন আমার আনলে মরণ ডেকে।
দেখে না কেউ ভিতর আমার বাহির শুধু দেখে।
১১-১০-২০১৮


[যদি কেউ পারেন গানটির সুর সৃষ্টির মাধ্যমে কারো কণ্ঠে গেয়ে শোনানোর অনুরোধ রইল]