হরিণীর মতো দুটি চোখ কত কথা বলে যায় নীরবে
বুঝিনি কখনও এ চোখই আমার কষ্টের কারণ হবে।।


যে) চোখের দৃষ্টিতে চেয়েছিলে অপলক
যে) চোখ দেখে মনে লেগেছে আনন্দ ঝলক
বুঝিনি) এ মোহিনী দৃষ্টি তুমি ফিরিয়ে নেবে।।
বুঝিনি কখনও এ চোখই...


পৃথিবীতে আমি আরো কত চোখ দেখেছি
হারাইনি) কোনো চোখে কোনো দিন
কেবল তোমার চোখেই নিজেকে হারিয়ে ফেলেছি।


যে চোখের) ইশারায় ছিলো ভালোবাসার দৃশ্য
যে চোখের) চাহনীতে আমি হয়েছিলাম নিঃস্ব
বুঝিনি ঐ চোখ আমার চোখে জল এনে দিবে।।
বুঝিনি কখনও এ চোখই...
২৬-৯-২০১৭