যার প্রেমেতে মন মইজাছে
সে যে আমায় চিনে না
মুখ খুলিয়া মনের কথা
কইতে তারে পারি না।
কী দোষ তারে দিবো আমি
জানে এই মন জানি আমি
বন্ধের লাগি কান্দে এ মন
বন্ধে তো আর জানে না।
আমার অন্তর পুড়ে কেবল
তার অন্তর তো পুড়ে না।
সে যে আমার প্রাণের রাধা
আরেক কুলে মন্ত্রে বাঁধা
জানি তারে আপন করে
কোন দিনও পাবো না।
তবু আমি ভালোবাসি
অবুঝ মনে তো বুঝে না।
পাগল মনির ভেবে না পায়
এখন কী তার হবে উপায়
প্রেমাগুনে জ্বলছে একা
কে দিবে তারে সান্ত্বনা।
প্রেমের জ্বালা বড় জ্বালা
প্রাণে যে আর সহে না।
১৩-১১-২০১৭