তোমার পথে যে বিছায়ে রাখে কাঁটা
তাহার পথে বিছায়ে দাও ফুল
পথের কাঁটা সে-ই সরাবে
যখন সে বুঝবে নিজের ভুল।


যে তোমাকে দুঃখে পোড়ায় অকারণ
তাহার মনে করো ভালোবাসা চাষ
দেখিও সে তোমায় পেতে
হয়েছে কতটা অধীর ব্যাকুল।


ভালোবাসা এমনই তো জ্বালাময়
যাতনা সয়ে সয়ে তারে পেতে হয়।


যে তোমাকে নিত্য কাঁদায় চিত্ত তোমার
বিলিয়ে দাও তাহার তরে
দেখো একদিন সেও কাঁদছে অঝরে
বুঝে তাহার হেয়ালীর ভুল।
৪-২-২০১৮