আজকে শুধু খেলা হবে আনন্দ আর হৈ চৈ
আয়রে আয় আজ বন্ধুরা সব গেলি তোরা কই।
আজকে সবাই মিলব এসে বনবীথি তলে
আয় ছুটে আয় প্রাণের টানে তোরা দলে দলে।
পড়ার সাথী খেলার সাথী যেথায় যে জন রই
গেট টুগেদার খুব মজাদার আয়রে বন্ধু সই।
আজকে শুধু খেলা...
আছে যত দুঃখ বিষাদ চোখের নোনা জল
বাধার দেয়াল ভেঙে আজি সন্মুখপানে চল।
জীবনকে আজ নে রাঙিয়ে সুখের আবীরে
এমন মধুর লগ্ন তোরা কোথায় পাবি রে।
হারানো সব চলার সাথী কই রে তোরা কই
আয় রে আয় আজ প্রাণে প্রাণে সবাই মিলে রই।
আজকে শুধু খেলা...
২৪-০১-২০১৮