গান আমার প্রাণ, কবিতা আমার মিতা
গানের দ্বারা নিভাই মনে কষ্টের করুণ চিতা।
চোখের পানি দেয় মুছাইয়া মিষ্টি কবিতা।


গানের ভিতর খুঁজি আমি তৃষ্ণা মিটার জল
কবিতাতে পাই খুঁজিয়া মিষ্টি রসের ফল।
গান কবিতায় যায়রে গলে মনের জমাট ব্যথা।


হৃদয় যখন কাটে আমার কষ্ট নামের কাঁচে
গানের সুরে মন ময়ূরী পেখম তুলে নাচে।
কবিতার ওই ছন্দ বলে তাক ধিনা ধিন তা।


মনের কোণে দুঃখ যখন আনাগোনা করে
গানের সুরে সুখের বৃষ্টি ঝমঝমাইয়া ঝরে।
বজ্রানলে পোড়া দেহে আনে শীতলতা।


১৮-১১-২০১৭