ফুলের ফাল্গুন এসেছে ধরায়
তবু কেন আমার হৃদয় ফেটে চৌচির
চৈত্রের তপ্ত খরায়।।
রঙের) ফাগুনেতে আমি লিখি বিরহের গান
দুঃখ জমে ভারী এ মন পাহাড় সমান
মধুপের) গানে গানে কার স্মৃতি
আজ) মনে পড়ে যায়।।
ফুলের ফাল্গুন...
সবার মনে ফোটে যে ফুল ভালোবাসার
সবাই তো হয় অধির ব্যাকুল কাছে আসার।
তবে কেন এ রঙের ফাগুনে
আমার হৃদয় পোড়ে বিরহ আগুনে
আমার দু'চোখ কেন যে আজ
শ্রাবণের জলে ভেসে যায়।।
ফুলের ফাল্গুন...
২৯-৯-২০১৭