তুমি কেঁদেছিলে/অঝরে সেদিন
কী জানি কী দুখে
তুমি) রেখেছিলে মাথা/আমার-ই বুকে।।


এইতো) সেদিনের কথা
কত যে কান্না/বিরহের ব্যথা
আজও যায়নি/মুছে মন থেকে।।
তুমি) রেখেছিলে...


কী করে গো তুমি) ভুলে গেলে আজ
এ বুকে মুছেনি/ আজও জলের/ কারুকাজ।


সেদিনের সেই/কান্নার চোখ
ছিলো কি) মিছে অভিনয়/মেকি দুখ
যে দুখের দাগ/দিয়েছি চুম্ব/নে ঢেকে।।
তুমি) রেখেছিলে...


৩-১০-২০১৭