চারু বুকের গহীন ভাঁজে রিনিকঝিনিক চুড়ির আওয়াজ
বাজে সকাল সাঁঝে
অন্ধকারের আঁচল টেনে পুলক প্রাণে সঙ্গোপনে
শরীর ঢাকি লাজে।
রঙের ফাগুন পার হয়ে যায়, করুণ সুরে পিক গেয়ে যায়
তবু মেয়ের দক্ষিণ দুয়ার আজো খুললো না যে!
চারু বুকের গহীন ভাঁজে রিনিকঝিনিক চুড়ির আওয়াজ
বাজে সকাল সাঁঝে।
শীতের শেষে জীর্ণ পাতা উত্তরী বায় ঝরে
ঘুম ভেঙে যায় ব্যাকুলতায় তারই পায়ের
আওয়াজ মনে করে।
আসলো না সে, হাসলো না সে, ভাসলো না সে প্রেম যমুনায়
তার হাসিমুখ দেখে পাই সুখ ফুলের হাসির মাঝে।
চারু বুকের গহীন ভাঁজে রিনিকঝিনিক চুড়ির আওয়াজ
বাজে সকাল সাঁঝে।
৯-১-২০১৯