ঝুম ঝুমা ঝুম বৃষ্টিতে
ভিজতে আহা কী মিষ্টি যে!
ওরে আকাশ জলের ছিটা
দিসনে আমার গায়
জলের ছোঁয়ায় বন্ধুর কথা
মনে পড়ে যায়।
ও বৃষ্টি তোর দুষ্টু ছোঁয়া
পাগল করে মন
অঙ্গে আমার জলতরঙ্গ
খেলে সারাক্ষণ।
সুখ সুখ ভালোবাসায়
কাঁপন ওঠে গায়।
জলের ছোঁয়ায়...
বৃষ্টিজলে গগনতলে
প্রেমের কোলাহল
অঙ্গ বেয়ে আসে ধেয়ে
ভালোবাসার ঢল।
তোর পরশে ভিজে আমার
লাজের বসন
হৃদয় পরে জমা করে
রঙের আয়োজন।
বন্ধুর খোঁজে উদাসী মন
অচিন পানে ধায়।
জলের ছোঁয়ায়...
৬-২-২০১৮