তেল কেনারই যে টাকা নাই
কিনে আনি হাতি
ধার করি ভাই চাঁদের আলো
দিতে সন্ধ্যা বাতি।
কথা কিন্তু খাঁটি রে ভাই, কথা কিন্তু খাঁটি।
হাতি পুষতে তেল লাগে না,
লাগে কলা গাছ।
তেল পেলে যে দারুন খুশি
রাঘব বোয়াল মাছ।
যাহাই সে পায় তাই গিলে খায়
তেল না পেলে খায় মাটি।
কথা কিন্তু খাঁটি রে ভাই, কথা কিন্তু খাঁটি।
ঘরে যদি থাকে বউ,
হাতি কি আর কিনে কেউ।
বউ পোষা আর হাতি পোষা
নাকি সমান কথা,
টাকায় কি আর সব মিলে ভাই
ঘুরলে যথাতথা।
ভিতরে মাল থাক বা না থাক
বাইরে দেখতে পরিপাটি
সুখে দুখে পাশে যে জন
তার হাত ধরিয়াই হাঁটি।
পরকে সুখী করতে গিয়ে
নিজের সুখকে দিলাম মাটি।
কথা কিন্তু খাঁটি রে ভাই, কথা কিন্তু খাঁটি।
১৬-১১-২০১৭
[কবি শাহীন রেজাকে নিবেদিত]