বন্ধু তুই) জানিস নাকি/ কতটা তোরে/ ভালোবাসি
মিটে না সাধ/ কাছে আসার,/ যতই তোর/ কাছে আসি।


বন্ধু তুই) অন্ধ বিশ্বাস
বন্ধু তুই) বেঁচে থাকার/ নিঃশ্বাস
বন্ধু তুই) মন আকাশে/ এক ফালি/ চাঁদের হাসি।


বন্ধু,) পৃথিবীতে/ সব থেকে/ মধুর নাম
যদি কেউ) হৃদয় থেকে/ দেয় বন্ধুত্বে/রো দাম।


বন্ধু যদি) থাকিস পাশে
ভয়কে) করবো জয়/ অসীম সাহ/সে
দুঃখকে) ভাসিয়ে স্রোতে/ দুহাতে নেবো/ কুড়িয়ে সুখ/ রাশি রাশি।


৯-১০-২০১৭