“ভালোবাসি” বলো সখি তুমি আরবার
ভালোবাসার এ মধুর বাণী যে মন
শুনিতে ব্যকুল হয় বারবার।
হৃদয়ে আছে হাজার না বলা যে কথা
জমেছে বুকেতে যতনা বিরহ ব্যথা
সব ব্যথা সইতে পারবো আমিশুধু-
পারবো না সইতেতো ব্যথা, পেয়ে হারাবার।
“ভালোবাসি” বলো সখি তুমি আরবার...
জল ছেড়ে বলো মাছ কী করে বাঁচে
আমিও কি বাঁচতে পারিগো যদি
তুমি না থকো কাছে!
বুক ভরা আশা নিয়ে খোঁজে নিশিদিন
পেয়েছি যারে আমি সে কেন ভাষাহীন
ছলছল জল চোখে শুধু বয়ে যায়
হৃদয়ের তীর ভাঙে বেদনার পারাবার।
“ভালোবাসি” বলো সখি তুমি আরবার...
৩-৪-২০১৮