বসন্তের উদাসী হাওয়া
লাগল আমার গায় রে
লাগল আমার গায়
বন্ধের লাগি মন উচাটন
ঘরে থাকা দায় রে
ঘরে থাকা দায়।


কুকিল রে তুই ডাকিস না আর
বইসা কদম গাছে
আমারে তুই নিয়া যা না
প্রাণ বন্ধের কাছে।
ফাগুনেরো আগুন লাইগা
অঙ্গ জ্বইলা যায় রে
অঙ্গ জ্বইলা যায়।


দেহ বাইন্ধা রাখা গেলেও
মন কি রাখা যায়।
তোমরা শিকল দিও নাগো
মনপাখিটার পায়।


আমার)
পায়ের বেড়ি খুইলা দাও গো
যাবো বন্ধের কাছে
মোহন বাঁশির সুরে বন্ধে
আমায় ডাকিতাছে।
হইলে আমি বন্ধু হারা
ঝাপ দিমু যমুনায় রে
ঝাপ দিমু যমুনায়।
১৪-১১-২০১৭
ছন্দ: স্বরবৃত্ত