আয়রে খুকি আয়
তুই) লুকাইলি কোথায়
তোকে না দেখলে মায়ের
প্রাণ করে হায় হায়!
আয় আয় আয়...
অভিমানে লুকিয়ে তুই
করিস না আর ছল
তুই) চোখের আড়াল হলে মায়ের
চোখে আসে জল।
ও রে ) বুকের মানিক বুকের মাঝে
আয়রে ফিরে আয়।
আয় আয় আয়...
আয়রে মামণি
আয়রে হীরামন
তুই যে আমার বুকের মানিক
সাত রাজার ধন।
কোন আকাশে আছিস রে তুই
বল আমারে বল।
কোন সে ভুলে হলি রে তুই
দূর আকাশের তারা
সন্ধ্যা তারায় খোঁজে খোঁজে।
হলাম দিশেহারা।
আজো) চোখের জলে ভেসে চলে
তোর মা রিঙ্কু রায়।
আয় আয় আয়...
২৯-৩-২০১৮