কী যে অদ্ভুত পিপাসা আমার
কী) অদ্ভুত তৃষ্ণা তোমাকে পাবার
তোমার ঠোঁটে চুমুক দিয়ে কতবার
ভালোবাসার বিষ করেছি পান।
পিপাসা তো মিটেই না চুমুকে চুমুকে
বরং) প্রতিবারে যায় যে বেড়ে জলতৃষ্ণা বুকে
অধীর পিয়াস মিটে না আশ শুষ্ক মরু প্রাণ
এ কোন অমৃত সুধা তুমি ইন্দ্রলোকের দান।
তোমার) শরীর হতে মনের পেয়ালায়
যখন-ই) ঢেলেছ প্রেমসুধা
তৃষ্ণাকাতর মনে জমেছে যে আরো
রাজ্যের সব ক্ষুধা।
এক সাহারা তৃষ্ণা বুকে নিয়ে যতবার
চুমুক) দিয়েছি ঐ পলাশ রাঙা ঠোঁটে
প্রাণের তৃষ্ণা বেড়ে গেছে আরো বেশি মন ভিজেনি মোটে
অদ্ভুত) এই পিপাসায় বারে বারে আমি করি ভালোবাসার বিষ পান।
২৫-৯-২০১৭