আশার সাগরে ভাসালাম ভেলা দুঃখতরঙ্গ করে অবহেলা
তরী একদিন ভিড়বেই তীরে নিজেকে পাবো ফিরে সুখের নীড়ে।
সংসারে সঙ সেজে দেখেছিগো খুঁজে
সুখের সন্ধান আজও পাইনি যে
তবুও জ্বেলে রেখেছি আশার প্রদীপ
হতাশায় ঢাকা মন মন্দিরে।
তরী একদিন ...
সুখ সুখ করে কেঁদে আর হবে কি বলো
ভাগ্য যদি করে নিঠুর ছলো।
শেষ যদি হয় কভু নিয়তির খেলা
জমবে জীবনে একদিন রঙের মেলা
এই আশাতেই বাঁধিলাম বাসা
বেদনার বালুচরে।
তরী একদিন ...
৬-৯-২০১৭