আমার মনে/মেঘ জমেছে
দুই চোখেতে/ঝরছে শ্রাবণ/অবিরত
পুড়ে পুড়ে/হয়ে গেছি/ছাই
তুমি) আর পোড়াবে/কত?


প্রেমের জ্বালায়/জ্বলছে হৃদয়
চন্দন চিতার/মতো
কোনোদিনও/ দেখোনি কো/ ছুঁয়ে
এই হৃদয়ের/ক্ষত।।
পুড়ে পুড়ে...


চোখের জলে/ ভেসে ভেসে/জানলাম
ভালোবাসা/মরনের-ই/আরেক নাম।


তোমায়) ভালোবেসে/প্রতিদিন-ই/ মরছি
আর) জ্যান্ত মরে/চিতার আগু/নে পুড়ছি
প্রতিদিন) না মরিয়া/একবারে/মরে গেলে
এরচে কত/ভালো হতো।।
পুড়ে পুড়ে...


৩০-৯-২০১৭