পরের মনে দুঃখ দিলে নিজে দুঃখ পেতে হয়
অপরের হক মেরে খেলে করবে না মাফ দয়াময়।


শিরক বেদাত ছোট বড় যত গুনাহ আছে
ক্ষমা চাইলে পাবে ক্ষমা দয়াল প্রভুর কাছে।
ক্ষমা নাই তো তোমার দ্বারা যদি বান্দার হক নষ্ট হয়।
অপরের হক মেরে খেলে করবে না মাফ দয়াময়।


আল্লার সাথে শরীক করা মস্ত বড় পাপ
তারচে বড় খারাপ হলো বান্দার মনসতাপ।
বান্দা যদি মাফ না করে পাবে না মাফ কুরান কয়।
অপরের হক মেরে খেলে করবে না মাফ দয়াময়।


হাশরেরো কঠিন দিনে বিচার যখন হবে
মহা প্রভুর কাছে তখন হিসাব দিতে হবে।
আর কিছুতে পাবে না পার হবে পুণ্য বিনিময়।
অপরের হক মেরে খেলে করবে না মাফ দয়াময়।


১৫-১১-২০১৭