আমরা এক ঝাঁক কর্মী
আমরা এ দেশের সৈনিক জানবাজ
আমরা নিবেদিত লিয়াজোঁ
মোরা রাত দিন করি কাজ।


আমরা ঘুরি ভেন্যুতে পথে
আমরা থাকি অতিথির সাথে
আমরা দেশের তরে করি কাজ
দেশ সেবাতে কি আছে লাজ।
আমরা নিবেদিত লিয়াজোঁ
মোরা রাত দিন করি কাজ।


আমাদের কাজে মূল প্রেরণা
মান্যবর) শিরীন শারমিন ও শেখ হাসিনা।


আমাদের নেতা এম সাদরুল খান
আমরা রেখেছি, রাখবো যে দেশের মান
আমরা পেরেছি, পারবোতো আগামীতেও
আমরা আরও প্রত্যয়ী আরও সাহসী আজ।
আমরা নিবেদিত লিয়াজোঁ
মোরা রাত দিন করি কাজ।


২৬-১০-২০১৭
ছন্দ: মাত্রাবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণ পর্ব ১০ মাত্রা, অপূর্ণ পর্ব ১-৮ মাত্রা।
গানের শ্রেণি: সমবেত সংগীত।




[বাংলাদেশে অনুষ্ঠিত ১৩৬ আইপিইউ এসেমব্লি ও অনুষ্ঠিতব্য কমনওয়েল্থ পার্লামেন্টারি করফারেন্সে লিয়াজোঁ অফিসারের দায়িত্ব পালনের প্রেরণা থেকে সকল লিয়াজোঁ অফিসারের প্রতি নিবেদিত]