আমি হৃদয়েতে ঘর বেঁধেছি
তোমায় ভালোবেসে
সন্ধ্যাপ্রদীপ জ্বালবে তুমি
সেই ঘরেতে এসে।
জীবন সংসার দেবো পাড়ি
তোমার আঁচল ধরে
আদর সোহাগ দেবে আমায়
তোমার আঁচল ভরে।
ব্যথার পাহাড় থাকবে পড়ে
বিজন পথের শেষে।
আমি হৃদয়েতে ...
আমি ভয় করি না আর
দেখে দুঃখের অন্ধকার
মঙ্গল আলোয় খুলে দেবে
বন্ধ হৃদয়ের দ্বার।
আমার হিয়া ঢেলে দেবো
তোমার হিয়া তলে
দুঃখ তোমার ধুয়ে দেবো
আমার নয়ন জলে।
সুখের ভুবন গড়বো দুজন
গভীর ভালোবেসে।
আমি হৃদয়েতে ...
২১-১-২০১৮