আনন্দে আজ ভেসে গেলাম ঘাসের শিশির জলে
আমার হিয়া বিছিয়ে দিলাম তোমার হিয়া তলে।।


তুমি আসলে ভালোবাসলে হৃদয়ে লাগল দোলা
চাঁদের দোলনায় এ মন দোলে দখিনা দুয়ার খোলা
মন আমার যায় ভেসে যায় শালুক ফোটা নীল জলে।।
আমার হিয়া বিছিয়ে...


পরশে তোমার হৃদয় আমার প্রজাপতি হয়ে ঊড়ে
আঁধারে ডুবে এ মন যখন তুমি থাকো দূরে।


তুমিহীনা হৃদয় আমার বলো বাঁচতে কি পারে
তাইতো আমি তোমায় নিয়ে নিত্য হারাই গোপন অভিসারে
তুমি আশা ভালোবাসা, বিরহে তোমার ভাসি চোখের জলে।।
আমার হিয়া বিছিয়ে...
১০-৯-২০১৭